Dhaka University (DU) B Unit Admission Full Question Solution 2018 has been published on My website bdjobstoday.info today. DU B Unit MCQ Exam Admission Question Solution 2018 title is MCQ Exam, DU B Unit MCQ Exam Admission Question Solution 2018. Dhaka University DU B Unit Exam Admission Question Solution 2018. Dhaka University DU B Unit Admission Full Question Solution Published 2018. Dhaka University (DU) B Unit Admission Question Solution 2018-2019. You can find the full details about Dhaka University (DU) B Unit Admission Full Question Solution 2018 here. You can also check out this similar DU B Unit MCQ Exam Admission Question Solution 2018 here.
Dhaka University (DU) B Unit Admission Full Question Solution 2018
DU B Unit MCQ Exam Admission Question Solution 2018
Exam Type: MCQ Exam
Exam Date: 21 September, 2018
Exam Time: 10.00 AM
Season: 2018 – 2019
Unit: B
See Also Similar:
Let’s See/ Dhaka University (DU) B Unit Admission Full Question Solution 2018
বাংলা সমাধানঃ
১. কাজী নজরুল ইসলামের মতে দেশের শত্রু হলো?
উত্তর: যাদের মধ্যে ‘আমিত্ব’ নেই
২. ‘মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে’ উক্তিটি কোন রচনার?
উত্তর: বায়ান্নর দিনগুলো
৩. সমিল প্রবহমান অক্ষরবৃত্ত ছন্দে রচিত কবিতা?
উত্তর: ঐক্যতান
৪. নিচের কোনটিতে স্বভাবতই ণ হয়?
উত্তর: তূণ
৫. ‘কেহ মরে বিল ছেঁচে, কেহ খায় কই। মার্জার যেভাবে কথাটি বলেছেন?
উত্তর: মনে মনে হেসে
৬. নিচের যে সম্পর্কটি বিসদৃশ (আলাদা) ?
উত্তর: বারিদ: বারিধি ( বারিদ মানে মেঘ আর বারিধি মানে সাগর)
৭. শ্বাপদ= শ্বন + পদ। এখানে শ্বন শব্দের অর্থ কি?
উত্তর: সারমেয় (সারমেয় মানে কুকুর)
৮. একতারা শব্দটি যে ভাষা থেকে এসেছে?
উত্তর: ফারসি
৯. হন্যমান যে শব্দের বিশেষণ
উত্তর: হনন
১০. —— যার নীচসহ, নীচ সে দুর্মতি। শূন্যস্থানে কি বসবে?
উত্তর: গতি
১১. শোক দূর হয়েছে যার- এক কথায় প্রকাশ?
উত্তর: বীতশোক
১২. রত্যক্ষ কোন বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয়?
উত্তর: উপমেয়
১৩. অপপ্রয়োগ এর দৃষ্টান্ত নয় কোনটি?
উত্তর: সংযতবাক
১৪. বাংলা বর্ণমালাযুক্ত ঐ ও ঔ হচ্ছে?
উত্তর: যৌগিক বর্ণ
১৫. নীরব ভাষায় বৃক্ষ আমাদের যে গান শোনায়?
উত্তর: সার্থকতার
১৬. লক্ষ্মীপেঁচা যার মত করুণ?
উত্তর: ধানের গন্ধের মতো
১৭. সমাজের উঁচু মঞ্চে বসেছি সংকীর্ণ বাতায়নে?
উত্তর: এর পূর্ববর্তী চরণ-অতি ক্ষুদ্র অংশ তার সন্মানের চিরনির্বাসনে
১৮. আপনাকে আমরা মায়ের মত ভালবাসি। ঘসেটি বেগমকে উদ্দেশ্য করে কে এ কথা বলেছিলো?
উত্তর: লুৎফা
১৯. ঠিক শব্দগুচ্ছ হলো?
উত্তর: গণ্ডূষ সায়াহ্ন, ঈপ্সিত
২০. she walks in beauty like the night of cloudless climes and starry skies. এর উত্তম বাংলা অনুবাদ?
উত্তর: তার পথের পরে সৌন্দর্য ঝরে তারাভরা রাতের মত
২১. মজিদের প্রতি রহিমার অচঞ্চল আস্থা সাথে তুলনা হয়েছে?
উত্তর: ধ্রুবতারা
২২. পরোক্ষে তার নামে দেশ শাসন করবেন রাজবল্লভ। সিরাজকে হটানোর যে চক্রান্তের সাথে মিল আছে যে বাগধারার?
উত্তর: কালনেমির লঙ্কাভাগ
২৩. ছেলেটি মাকে চিঠি লিখছে। এই বাক্যে লিখছে কোন ক্রিয়া?
উত্তর: দ্বিকর্মক
২৪. বিশ্বাসের পাথরে যেন খোদাই সে চোখ। লালসালু গল্পে উক্তিটির তাৎপর্য হলো?
উত্তর: বিশ্বাস ও যুক্তির দ্বান্দিকতা
২৫. নিচের বাংলা ব্যঞ্জন ভুলভাবে যুক্ত হয়েছে ?
উত্তর: ত্ম- ত+ ন ( ত্ম হবে ত +ম)
English Part Solution:
1. Title : Bangla folk music
2. The rural riverine : Mystical songs
3. The word ‘Genre’ : categories of creative forms
4. False statement : Folk songs must bear local flavors
5. Foment : Verb
6. Blandishment : honeyed words
7. Modifiers : 3
8. The gist of poem : Beauty is truth, truth beauty
9. Synonym of repressed : subdue
10. Correction : My parents’ home is in one of the town’s posh areas
11. Spelling : Conscientious
12. Progress….stagnation : Antonym
13. Sympathize : with
14. To keep an eye on : to observe
15. Get along with : stay
16. Humanity : Humanize
17. Malice (Antonym) : Kindness
18. Mina’s lovely ….. : Metaphor
19. Narration: He told softly, ” why have you failed?’
20. Translation: No work is superior or inferior from its value
21. He will finish the work : in no time
22. Verbal noun : Traveling
23. Correction : Although he is young, he is very careful
24. Voice : The fight was not given up by him even though he was badly bruised
25. She was sliding —- depression.- into
সাধারণ জ্ঞানঃ
১. নৌকা বাইচে পরিবেশিত গানের নাম?
উত্তর: সারি গান
২. ল্যাটিন শব্দ ‘সিভিক্স’ মানে কি?
উত্তর: নগর
৩. কোনটি প্রাচীনতম?
উত্তর: মহাস্থান ব্রাহ্মী লিপি
৪. ফ্লিপফ্লপ হলো একপ্রকার?
উত্তর: লজিক গেট
৫. সামষ্টিক অর্থনীতির জনক কে?
উত্তর: জন এম কেইনস
৬. পার্বত্য চট্টগ্রাম ও সিলেটের পাহাড় কোন যুগের সৃষ্ট?
উত্তর: টার শিয়ারী যুগের
৭. ভূমিকম্প সৃষ্ট সমুদ্রের ঢেউ নামে পরিচিত?
উত্তর: সুনামি
৮. মার্তৃসূত্রীয় পরিবার ব্যবস্থার উদাহরণ?
উত্তর: গারো ও খাসিয়া
৯. উইং কমান্ডার এ কে এম বাশার (মোহাম্মদ খাদেমুল বাশার) মুক্তিযুদ্ধের কোন সেক্টরের কমান্ডার ছিলেন?
উত্তর: ৬ নম্বর
১০. সদ্য সমাপ্ত বিমসটেক শীর্ষ সম্মেলন ২০১৮ যে স্থানে অনুষ্ঠিত হয়?
উত্তর: ক্রাউন প্লাজায় কাঠমুন্ডু সোয়ালটি
১১. বাংলাদেশ ব-দ্বীপ পরিকল্পনা ২১০০ যার সাথে যুক্ত?
উত্তর: জলবায়ু পরিবর্তন
১২. পারসোনা নন গ্রাটা ( Persona non grata) যাদের ক্ষেত্রে প্রাসঙ্গিক?
উত্তর: কূটনীতিবিদ
১৩. বাংলাদেশের সংবিধানে জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন যে সালে প্রথম যুক্ত হয়?
উত্তর: ১৯৭২ সালে ( সে সময় সংরক্ষিত নারী আসন ১৫ টি ছিল)
১৪. জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়নের সাথে সম্পর্কিত জাতিসংঘের সংস্থা?
উত্তর: ইউএন উইমেন (UN Women)
১৫. মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র?
উত্তর: জয়যাত্রা
১৬. মন্ট্রিল প্রটোকল যার সঙ্গে সম্পর্কিত?
উত্তর: ক্লোরোফ্লোরোকার্বন (CFC)
১৭. বঙ্গবন্ধু জেলে ছিল মোট কতদিন?
উত্তর: ৪৬৬৩ দিন
১৮. বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকার বিষয়ক কয়টি আর্টিকেল আছে?
উত্তর: ১৮ টি
১৯. মূল্য সংযোজিত সেবা বলতে কি বুঝায়?
উত্তর: একই খরচে বাড়তি সেবা
২০. মুক্তিযুদ্ধ জাদুঘর অবস্থিত ঢাকার?
উত্তর: আগারগাঁওয়ে
২১. বাংলাদেশ: দি আনফিনিশড রেভল্যুশন (Bangladesh: the unfinished revolution) গ্রন্থটির রচিয়তা?
উত্তর: Lawrence Lifschultz
২২. বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ উৎক্ষেপণ করা হয় কোন স্থান থেকে?
উত্তর: ফ্লোরিডা
২৩. ফিফা ২০১৮ বিশ্বকাপের ফাইনাল খেলা যে স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়?
উত্তর: লুঝনিকি স্টেডিয়াম, মস্কো
২৪. ২০১৮-২০১৯ অর্থবছরের জাতীয় বাজেটের পরিমাণ?
উত্তর: ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকা
২৫. জি ৭ শীর্ষ সম্মেলন ২০১৮ যে শহরে অনুষ্ঠিত হয়েছে?
উত্তর: লা মালবাই (কানাডা)
২৬. ২০১৭ সালে সাহিত্যে নোবেল বিজয়ী কে?
উত্তর: কাজুও ইশিগুরো
২৭. থিওরি অব এভরিথিং একটি?
উত্তর: চলচ্চিত্র
২৮. সাফ চ্যাম্পিয়নশিপ ২০১৮ এর সর্বোচ্চ গোলদাতা কে?
উত্তর: মানভির সিং ( ৩ গোল)
২৯. হায়ারোগ্লিফিক কোন সভ্যতার প্রাচীন লিপি?
উত্তর: মিশরীয়
৩০. ৭ মার্চ ভবন— বিশ্ববিদ্যালয়ে অবস্থিত?
উত্তর: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)
৩১. খাদ্য ও কৃষি সংস্থার তথ্য অনুযায়ী, ২০১৮ সালে মৎস্য উৎপাদনে বাংলাদেশের অবস্থান?
উত্তর: ৩য়
৩২. অলিগোপলি বাজারে বিক্রেতার সংখ্যা কত?
উত্তর: একজনের বেশী
৩৩. ঢাকায় অনুষ্ঠিত সর্বশেষ দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী ২০১৮ তে অংশগ্রহণকারী দেশের সংখ্যা?
উত্তর: ৬৮ টি
৩৪. ১৬২৬৩ নম্বরে কল করলে যে সেবা পাওয়া যায়?
উত্তর: অ্যাম্বুলেন্স
৩৫. ইউএডিপি মানব উন্নয়ন প্রতিদিন ২০১৮ অনুসারে বর্তমানে বাংলাদেশে স্বাক্ষরতার হার?
উত্তর: ৭২.৮%
৩৬. Justice delayed is justice denied. উক্তিটি করেছেন- গ্ল্যাডস্টোন (William E. Gladstone)?
৩৭. মিয়ানমারে ২০১৬ সালে গঠিত ‘অ্যাডভাইজরি কমিশন অন রাখাইন স্টেট’ এর প্রধান ছিলেন?
উত্তর: কফি আনান
৩৮. প্রথম শতভাগ স্যানিটেশন আওতায় এসেছে বাংলাদেশের যে জেলা?
উত্তর: কুমিল্লা
৩৯. টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার অন্তর্ভুক্ত নয়?
উত্তর: গণতন্ত্রায়ণ
৪০. ঢাকা মেট্রোরেল ব্যবস্থার অফিশিয়াল নাম?
উত্তর: ম্যাস র্যাপিড ট্রানযিট সংক্ষেপে এমআরটি (MRT)
৪১. বিমান বাংলাদেশ এর বহরে নতুন সংযোজন?
উত্তর: বোয়িং ৭৮৭
৪২. রোজ গার্ডেন বাংলাদেশের একটি?
উত্তর: ঐতিহাসিক ভবন
৪৩. সম্প্রতি এশিয়ার যে দেশে রাষ্ট্রপতির মেয়াদকাল অবলুপ্ত করা হয়?
উত্তর: চীন
৪৪. বাংলাদেশের জাতীয় সংসদে কাস্টিং ভোট প্রদানের ক্ষমতা সংরক্ষণ করেন?
উত্তর: স্পিকার
৪৫. সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হলো?
উত্তর: ব্যবহারকারী বান্ধব কৌশল
৪৬. ‘সিক্রেট ডকুমেন্ট অব ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ এর কোন খণ্ড সম্প্রতি বের হয়েছে?
উত্তর: প্রথম খণ্ড
৪৭. ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে মুঘল সম্রাটের কাছ থেকে বাংলার দিওয়ানি লাভ করে?
উত্তর: দ্বিতীয় শাহ আলম
( এলাহাবাদ চুক্তি অনুসারে (১৭৬৫) শাহ আলম বার্ষিক ২৬ লক্ষ টাকার বিনিময়ে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা, বিহার ও উড়িষ্যার রাজস্ব আদায়ের ক্ষমতা বা দীউয়ানি প্রদান করেন।)
৪৮. ইসলামের ইতিহাসে —শহরের আদিবাসীগণ আনসার নামে পরিচিত?
উত্তর: মদিনা
৪৯. Heuristic শব্দটি যার সাথে সম্পর্কিত?
উত্তর: কৃত্রিম বুদ্ধিমত্তা
৫০. জ্যাক মা উন একজন ?
উত্তর: উদ্যোক্তা (আলিবাবার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান)
Solve By: ABD Mamin Bhai ( Thanks Bro)
Online Source: jobstestbd
Exam Question: DU B Unit: