• Home
  • Privacy Policy
  • Contact Us

BD Jobs Today | All Jobs Circular Of Bangladesh

  • Government Jobs
  • Exam Date
  • jobs Results
  • job question solutions
  • Notice
  • NTRCA
  • BCS
  • SSC Result 2020
  • HSC Result 2020
Home » General Knowledge (GK) In September 2018 – UPDATE

General Knowledge (GK) In September 2018 – UPDATE

August 31, 2018 by Golap

General Knowledge (GK) In September 2018 – UPDATE has been published on My website bdjobstoday.info today. General Knowledge (GK) In September 2018 – UPDATE title is General Knowledge (GK), General Knowledge (GK) In September 2018. General Knowledge (GK) UPDATE All Information September 2018. We Are Published Every Month General Knowledge (GK). You can find the full details about General Knowledge (GK) In September 2018 – UPDATE here. You can also check out this similar General Knowledge (GK) In August 2018 – UPDATE GK here.

General Knowledge (GK) In September 2018

Name: General Knowledge (GK)
Month On : September, 2018

Let’s See On Below; General  (GK) In September 2018 – UPDATE

General Knowledge (GK) In September 2018 - 1

General Knowledge (GK) In September 2018 - 2

General Knowledge (GK) In September 2018 - 3

General Knowledge (GK) In September 2018 - 4

Top 100 GK of September 2018
Collected by Abd Mamin (Bhai, Thx)

০১) ২০১৭-১৮ অর্থ বছরে পণ্য রপ্তানি আয়ে শীর্ষ খাতের নাম কী?
তৈরি পোশাক

০২) বাংলাদেশ বিশ্বের কততম দেশ হিসেবে e-passport যুগে যাত্রা শুরু করবে?
১১৯তম।

০৩) বাংলাদেশের বিজয় দিবসে সুবর্ণ জয়ন্তি পালিত হবে কবে?
১৬ ডিসেম্বর,২০২১ সালে।

০৪) পাবনা-ঈশ্বরদী রেলপথের দৈর্ঘ্য কত?
৭৮ কিলোমিটার(উদ্বোধন ১৪ জুলাই)

০৫) বিশ্ব ঐতিহ্য তালিকায় বর্তমানে মোট কতটি স্থান আছে?
১০৯২টি

০৬) বর্তমানে মোট সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে কতটি?
৮৪৫টি

০৭) বর্তমানে মোট প্রাকৃতিক ঐতিহ্য কতটি?
২০৯টি।

০৮) বর্তমানে দেশে প্রচলিত আইনের সংখ্যা কত?
১১২৯টি(৩০ জুন,২০১৮)

০৯) মুজিববর্ষ পালিত হবে কবে?
২০২০-২১ সালে

১০) যুক্তরাজ্যের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী কে?
জেরেমি হান্ট

১১) ২০১৭ অর্থ বছরে কোন দেশে সর্বাধিক রপ্তানি হয়?
যুক্তরাষ্ট্রে।

১২) ২০১৭-১৮ অর্থ বছরে রপ্তানি আয়ের প্রবৃদ্ধি কত ছিল?
৫.৮১%।

১৩) জাপানের মধ্যে বিশ্বের বৃহত্তম মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয় কবে?
১৭ জুলাই,২০১৮।

১৪) “এমভি বাংলার জয়যাত্রা”ও এমভি বাংলার সমৃদ্ধি”কী?
বাংলাদেশ শিপিং কর্পোরেশন(BSC) এর নতুন দুটি জাহাজ।

১৫) যুক্তরাজ্যের বর্তমান BREXIT মন্ত্রী কে?
ডমিনিক রাব।

১৬) ১৬ জুলাই ২০১৮ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিল প্রথম বারের মতো বৈঠক করেন কোথায়?
হেলসিংকি, ফিনল্যান্ড।

১৭) ইথিওপিয়া ও ইরিত্রিয়ার মধ্যে সীমান্ত যুদ্ধের সমাপ্তি ঘোষণা দেওয়া হয় কবে?
৯ জুলাই,২০১৮।

১৮) বর্তমান(২০১৮) অর্থসচিব কে?
আব্দুর রউফ তালুকদার।

১৯) ঢাকা মেট্রোপলিটন পুলিশের(DMP) বর্তমান থানার সংখ্যা কত?
৫০টি( সর্বশেষ হাতিরঝিল)

২০) বর্তমানে দেশে বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার সংখ্যা কত?
২৩১ জন।

২১) জাতীয় সংসদে এ পর্যন্ত সংবিধানের কতটি সংশোধনী আনা হয়েছে?
১৭ বার।

২২) সপ্তদশ সংশোধন বিল পাশ হয় কবে?
৮ জুলাই,২০১৮ সালে।

২৩) বর্তমানে দেশে তফসিলভুক্ত ব্যাংক কতটি?
৫৮টি(সর্বশেষ প্রবাসী কল্যাণ ব্যাংক)

২৪) বর্তমানে দেশে রাষ্ট্রায়ত্ত তফসিলভুক্ত ব্যাংক কতটি?
৯টি।

২৫) প্যারাগুয়ে ও ম্যাক্সিকোর নতুন প্রেসিডেন্ট কে?
এফ্রেইন আলেগর ও ম্যানুয়েল লোপেজ

২৬) অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর নতুন মহাসচিব কে?
কুমি নাইডো।

২৭) অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার(OECD)বর্তমান সদস্য কত?
৩৬টি(লিথুয়ানিয়া)

২৮) OPEC’র বর্তমান সদস্য দেশ কতটি?
১৫টি(সর্বশেষ কঙ্গো প্রজাতন্ত্র)

২৯) COMESA’র বর্তমান সদস্য দেশ কতটি?
৩৬টি(তিউনিসিয়া)

৩০) ১০ম BRICS শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
জোহানেসবার্গ,দ. আফ্রিকা(২৫-২৭ জু)

৩১) ২০১৮ সালে ই-গভমেন্ট ডেভেলপমেন্ট সূচকে শীর্ষ দেশ কোনটি?
ডেনমার্ক(সর্বনিম্ন সোমালিয়া)

৩২) ২০১৮ সালে ই-গভমেন্ট ডেভেলপমেন্ট সূচকে বাংলাদেশের অবস্থান কত?
১১৫তম।

৩৩) বর্তমানে স্বর্ণ উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
চীন(মজুদে যুক্তরাষ্ট্র)

৩৪) বর্তমানে রৌপ্য উৎপাদনে শীর্ষ দেশের নাম কী?
ম্যাক্সিকো।

৩৫) অভ্যন্তরীণ মৎস্য উৎপাদনে বাংলাদেশ বিশ্বে কততম?
তৃতীয়(শীর্ষে চীন)

৩৬) চাষকৃত মৎস্য উৎপাদনে বাংলাদেশ বিশ্বে কততম?
৫ম(শীর্ষে চীন)

৩৭) মাছ রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
চীন।

৩৮) কোন উপন্যাসের জন্য গোল্ডেন ম্যান বুকার পুরস্কার প্রদান করা হয়?
The English Patient

৩৯) কততম দেশ হিসেবে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলে ক্রোয়েশিয়া?
১৩তম।

৪০) ২০১৮ সালে গোল্ডেন ম্যান বুকার পুরস্কার লাভ করেন কে?
মাইকেল ওন্দাৎজ।

৪১) রোহিঙ্গাদের উপর নির্মিতব্য বাংলাদেশের সল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম কী?
A Pair of Sandal(জসীম আহমেদ)

৪২) “কাপ্তান”কী?
একটি চলচ্চিত্রর(ইমরান খানের জীবনী নিয়ে)

৪৩) “গাঙচিল”কোন মন্ত্রী কর্তৃক লেখা উপন্যাস?
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের লেখা।

৪৪) “গাঙচিল”কত সালে প্রকাশিত হয়?
২০১৪ সালে(সম্প্রতি এটা নিয়ে নঈম ইমতিয়াজ চলচ্চিত্র নির্মাণ করেছে)

৪৫) সার্বিক দিক বিবেচনায় প্রকাশিত সর্বশেষ তালিকা অনুযায়ী বিশ্বের সেরা দেশের নাম কী?
সুইজারল্যান্ড।

৪৬) সাংস্কৃতিক ও ঐতিহ্যে এবং শক্তিমত্তায় বিশ্বের শীর্ষ দেশের নাম কী?
ইতালি, শক্তিমত্তায় যুক্তরাষ্ট্র।

৪৭) বর্তমানে বিশ্বে কতজন নারী নেতা বা সরকার প্রধান রয়েছে?
১১ জন।

৪৮) রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধান মিলিয়ে বিশ্বে কতজন নারী নেতা রয়েছে?
২১ জন।

৪৯)’বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া তারকা কে?
মার্কিন বক্সার ফ্লয়েড মেওয়েদার।

৫০) মেসি ও রোনালোর অবস্থান কত?
৮ম ও ১০ম।

৫১) বিশ্বের সবচেয়ে প্রশংসনীয় পুরুষ ও নারীর নাম কী?
বিল গেটস ও অ্যাঞ্জেলিনা জোলি।

৫২) “দৃপ্ত শপথ”কী?
হলি আর্টিজনে নিহতদের স্মরণে নির্মিতব্য ভাস্কর্য(মৃণাল হক)

৫৩) সাংবিধানিক পদ”হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক(CAG) এর মো:মুসলিম উদ্দিন কততম অর্থ সচিব?
১২তম।

৫৪) বিশ্ব জনসংখ্যা দিবস কবে?
১১ জুলাই

৫৫) বিশ্ব বাঘ দিবস কবে?
২৯ জুলাই।

৫৬) “মীনালাপ”কী?
গ্র্যান্ড প্রিক্স পুরস্কার লাভ করা

৫৭) বাংলাদেশের নির্মিত প্রথম সবাক চলচ্চিত্রের নাম কী?
মুখ ও মুখোশ(৩ আগস্ট,১৯৫৬)

৫৮) ন্যাটো(NATO)সম্মেলন কোথায় কবে অনুষ্ঠিত হয়?
১১-১২ জুলাই,ব্রাসেলসে(২৯তম)

৫৯) ২০১৮ সালের BRICS সম্মেলন কততম ছিল এবং কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
১০ম, ২৫-২৬ জুলাই(দক্ষিণ আফ্রিকা)

৬০) বিশ্বে চরম দারিদ্র্য রয়েছে কোন দেশে?
নাইজেরিয়ায়(২য় ভারত)

৬১) বিশ্বে কতটি দেশে চরম দারিদ্র্য রয়েছে?
১৮টি।

৬২) বাংলাদেশে চরম দারিদ্র্যের সংখ্যা কত শতাংশ?
১০.৫%

৬৩) বর্তমানে(২০১৮) কতটি দেশ নিম্ন আয়ের তালিকাভুক্ত?
৩৪টি(৯৯৫ বা কম মা.ড.)

৬৪) বর্তমানে(২০১৮) কতটি দেশ নিম্নমধ্যম আয়ের তালিকাভুক্ত?
বাংলাদেশসহ ৪৭টি(৯৯৬-৩৮৯৫ মা.ড)

৬৫) উচ্চমধ্যম আয়ের দেশ কতটি?
৫৬টি(৩৮৯৬-১২০৫৫ মা.ড.)

৬৬) উচ্চ আয়ের দেশ কতটি?
৮১টি

৬৭) সবচেয়ে বেশি লোক দাসত্বের শিকার কোন দেশ?
ভারত।

৬৮) ই-গভর্মেন্ট সেবায় শীর্ষ দেশের নাম কী?
ডেনমার্ক(সর্বনিম্ন-সোমালিয়া ১৯৩)

৬৯) ই-গভর্মেন্ট সেবায় বাংলাদেশের অবস্থান কত?
১১৫তম।

৭০) চাষকৃত মাছ উৎপাদনে ও রপ্তানিতে বিশ্বের শীর্ষ দেশের নাম কী?
চীন।

৭১) চাষকৃত মাছ উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?
৫ম।

৭২) স্বর্ণ উৎপাদনে শীর্ষ দেশের নাম কী?
চীন(রিভার্ভে যুক্তরাষ্ট্র)

৭৩) রৌপ্য উৎপাদনে শীর্ষ দেশ?
ম্যাক্সিকো(২য় পেরু)

৭৪) মানবপাচারে শীর্ষ দেশ?
মিয়ানমার(২য় চীন)

৭৫) বিশ্বের অন্যতম দামি পুরস্কার “আন্তর্জাতিক ডাবলিন সাহিত্য”২০১৮ কে পান?
আইরিশ লেখক মাইক ম্যাককরম্যাক। (Solar Bones উপন্যাসের জন্য)

৭৬) “গোল্ডেন ম্যান বুকার” পুরস্কার কত সাল থেকে দেওয়া হচ্ছে?
১৯৬৮ সাল থেকে।

৭৭) প্রবর্তনের পর থেকে কতটি উপন্যাসের জন্য কতজনকে এ পুরস্কার দেওয়া হয়েছে?
৫১টি উপন্যাসের জন্য ৪৮ জনকে।

৭৮) ২০১৮ সালে”গোল্ডেন ম্যান বুকার”পুরস্কার পান কে?
মাইকেল ওন্দাৎজ।

৭৯) বঙ্গবন্ধু প্রথম কত সালে কারাবরণ করে?
১৯৩৮ সালে।

৮০) “১৫ আগস্ট,২০১৮”তে বঙ্গবন্ধুর কততম শাহাদাদ বার্ষিক?
৪৩তম

৮১) সম্প্রতি জেগে উঠা(১৫০একর) “বিহঙ্গ দ্বীপ”টি কোন জেলায় অবস্থিত?
রগুনা জেলার পাথরঘাটা উপজেলা

৮২) বিশ্বের কতটি দেশে ইলেকট্রনিক পাসপোর্ট চালু আছে?
বাংলাদেশসহ ১১৯টি দেশে।

৮৩) দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিংমলের নাম কী?
যমুনা ফিউচার পার্ক

৮৪) বর্তমানে(২০১৮)দেশে তফসিলভুক্ত ব্যাংক কতটি?
৫৮টি(রাষ্ট্রায়ত্ত ৯টি)

৮৫) বাংলাদেশে রপ্তানি করে শীর্ষ দেশের নাম কী?
যুক্তরাষ্ট্র

৮৬) পণ্যের মান নিয়ন্ত্রণ করে কোন সংস্থা?
BSTI(তালিকাভুক্ত মোট পণ্য ১৯৪টি)

৮৭) FAO এর মতে বাংলাদেশে বর্তমানে(২০১৮)মোট বনভূমির পরিমাণ কত?
১৩.৫%

৮৮) পরিবেশ ও বন বিভাগের মতে বাংলাদেশে বর্তমানে(২০১৮)মোট বনভূমির পরিমাণ কত?
১৭.৬২%

৮৯) অভ্যন্তরীণ ও মিঠা পানির মাছ উৎপাদনে বিশ্বে বাংলাদেশ কততম?
৩য়।(১ম চীন,২য় ভারত)

৯০) বাংলাদেশের সংবিধান কতবার সংশোধন করা হয়?
১৭ বার(সর্বশেষ ৮ জুলাই,২০১৮)

৯১) প্রথম জাতীয় সংসদে(১৯৭৩) সংরক্ষিত নারী আসন কতটি ছিল?
১৫টি।

৯২) ২৩ জুন,২০১৮তে থাইল্যান্ডের কিশোর ফুটবল দল বেড়াতে গিয়ে কোন গুহায় আটকা পড়ে?___থাম লুয়াং নাং নন

৯৩) “থাম লুয়াং নাং নন” গুহার বাংলা অর্থ কী?
যাতে এক নারী ঘুমিয়ে আছেন

৯৪) বিশ্বজুড়ে প্রতি বছর কত লাখ মানুষ ম্যালেরিয়ায় আক্রান্ত হয়?
৮৫ লাখ।

৯৫)দেশে বিদ্যুৎ বিতরণ কোম্পানি কতটি?
6টি।

৯৬) বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি জোটের নাম কী?
EU

৯৭) এশিয়ার শীর্ষ ধনীর নাম কী?
মুকেশ আম্বানি(২য় চীনের আলিবাবা-ই-কমার্স)

৯৮) “আগরতলা””ভারতের কোন রাজ্যে অবস্থিত?
ত্রিপুরা রাজ্যে।

৯৯) “OPEC”এর বর্তমান সদস্য কত?
১৫টি(সর্বশেষ কঙ্গো প্রজাতন্ত্র)

১০০) ) “OPEC”এর আরব সদস্য দেশ কতটি?

৭টি।

General Knowledge (GK) In September 2018 - 5

এক নজরে বাজেট ও অর্থনৈতিক সমীক্ষা ২০১৮

জাতীয় বাজেট ২০১৮-১৯ অর্থবছরের

১. ৭জুন ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত

২. এই বাজেট ব্যক্তিগতভাবে অর্থমন্ত্রীর ১২তম বাজেট এবং আওয়ামীলীগ এর ১৭ তম বাজেট। বাংলাদেশের ৪৮তম বাজেট।

৩. বাজেট বক্তব্য হয়েছে -১৫৬ পৃষ্ঠার

৪. বাজেটের শিরোনাম- সমৃদ্ধ আগামীঃ অগ্রযাত্রার বাংলাদেশ।

৫. মোট বাজেটঃ ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকা

৭. বাজেটে আয়ের লক্ষ্যমাত্রা – ৩,৩৯,২৮০ কোটি টাকা এর সিংহভাগ এনবিআরের মাধ্যমে কর হিসেবে ২ লাখ ৯৬ হাজার ২০১ কোটি টাকা আদায় করা যাবে।

৮. বাজেট ঘাটতি- ১,২৫, ২৯৩ কোটি টাকা।

৯. জিডিপি প্রবৃদ্ধিঃ ৭.৮%

১০ মূল্যস্ফীতি : ৫.৬%

১১. মাথাপিছু বরাদ্দঃ ২৮, ৭৩০ কোটি টাকা

১২. মাথাপিছু আয় (প্রক্ষেপণ): ১৯৫৬ ডলার

১৩. মাথাপিছু ঘাটতি : ৭,৫০৩ টাকা

১৪. রোহিঙ্গাদের জন্য বরাদ্ধঃ ৪০০ কোটি টাকা

১৫. বিশেষ বরাদ্ধঃ ৭৯৫ কোটি টাকা। নারীদের অগ্রগতির জন্য নারী উদ্যোক্তা, নারী উন্নয়ন তহবিল, স্কিল ডেভেলপমেন্ট ফান্ড, ভূমিকম্পনজনিত ঝুঁকি ব্যবস্থাপনার জন্য, দারিদ্র্য দূরীকরণে বিশেষ ভুমিকা রাখায় বিভিন্ন এনজিও ফান্ডের জন্য বরাদ্দ।

১৬. বাজেটে সর্বোচ্চ বরাদ্দঃ জনপ্রশাসন খাতে – ৮৩,৫০৪ কোটি টাকা। যা বাজেটের ১৮%

১৭. বাজেটের ২য় সর্বোচ্চ বরাদ্দঃ শিক্ষা ও প্রযুক্তি খাতে- ৬৭, ৯৩৫ কোটি টাকা। যা বাজেটের ১৪.৬%

১৮. বাজেটের ৩য় সর্বোচ্চ বরাদ্দঃ পরিবহন ও যোগাযোগ খাতে- ৫৬, ৪৬৪ কোটি টাকা। যা বাজেটের ১২.২%
১৯. বাজেটে করমুক্ত আয়ের সীমাঃ

★সাধারণ শ্রেণির করমুক্ত আয় সীমা- ২ লাখ ৫০ হাজার টাকা।
★মহিলা ও ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সী- ৩ লাখ টাকা।
★প্রতিবন্ধীদের করমুক্ত আয়সীমা- ৪ লাখ টাকা।
★মুক্তিযোদ্ধাদের করমুক্ত আয়সীমা- ৪ লাখ ২৫ হাজার টাকা।
★বাজেটে দাম কমবেঃ রেফ্রিজেটর, দেশে তৈরী মোবাইল, রবারের স্যান্ডেল, ক্যান্সার ও কিডনি রোগের প্রতিষেধক, পাউরুটি ও বন রুটি।
★বাজেটে দাম বাড়বেঃ প্রসাধনী, পলিথিন ব্যাগ, আসবাবপত্র, আবাসিক ফ্ল্যাট, বাথটাব ও জিকুজি।
অর্থনৈতিক সমীক্ষা- ২০১৮

১. বাংলাদেশের জনসংখ্যাঃ ১৬০. ৮ মিলিয়ন(১৬.৩৭ কোটি)
২. জনসংখ্যা বৃদ্ধির হারঃ ১.৩৭%
৩. জনসংখ্যর ঘনত্বঃ ১০৯০ জন।
৪. মাথাপিছু আয়ঃ ১৭৫২ মার্কিন ডলারর
৫. চলতি মুল্যে মাথাপিছু জিডিপিঃ ১৬৭৭ মার্কিন ডলার।
৬. পুরুষ ও মহিলা অনুপাতঃ ১০৩ঃ১০০
৭. প্রত্যাশিত গড় আয়ুষ্কালঃ ৭০.৩ বছর(পুরুষ ৬৯.৪ বছর ও মহহিলা ৭২.৯ বছর)
৮. স্বক্ষরতার হারঃ ৭১%(পুরুষ ৭৩% ও মহিলা ৬৮%)
৯. দারিদ্রের উর্দ্ধসীমাঃ ২৪.৩% (গ্রামে ১৪.৯% ও শহরে ১৮.৯%)
১০. দারিদ্র্যের নিম্নসীমাঃ ১২.৯%
১১. জিডিপি প্রবৃদ্ধির হারঃ ৭.৫৬%
১২. দেশভিত্তিক আমদানি শীর্স ব্যয় হয়- চীন থেকে আমদানি ব্যয়ের ২৭.৪% আমদানি ব্যয় হয়। এরপর মালয়েশিয়া ও ভারতের অবস্থান।
১৩. দেশভিত্তিক সবচেয়ে বেশি রপ্তানি আসে- যুক্তরাষ্ট্র(মোট রপ্তানির ১৫.৯৯%) এরপর জার্মানি ও যুক্তরাষ্ট্র।
১৪. বৈদেশিক রিজজাভের পরিমান- ৩১.৯২ মার্কিন ডলার।
১৫. জিডিপিতে সেবা খাতের অবদানঃ ৫২.১৮%
★প্রবৃদ্ধির হার- ৬.৩৩%
১৬. জিডিপিতে শিল্প খাতের অবদানঃ ৩৩.৭১%
★প্রবৃদ্ধির হার – ১১.৯৯%
১৭. জিডিপিতে কৃষি খাতের অবদানঃ ১৪.১০%
★প্রবৃদ্ধির হার- ৩.০৬%
১৮. মোট শ্রমশক্তি(শতকরা হারে) – কৃষি ৪০.৬; শিল্প ২০.৪; সেবা ৩৯
১৯. প্রবাসীদের সিংহভাগ রেমিটেন্স আসেঃ মধ্য প্রাচ্যের দেশ হতে মোট রেমিটেন্সের ৪৮%।
২০. রেমিটেন্স আয়ের শীর্ষ দেশঃ সৌদিআরব, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র। বিশ্বে রেমিটেন্স আয়ে বাংলাদেশ- ৯ম। শীর্ষঃ ভারত

General Knowledge (GK) In September 2018 – UPDATE. General Knowledge (GK) In September 2018. We Are Published Every Month General Knowledge (GK). General Knowledge (GK) UPDATE All Information September 2018 Found On Mu Website. You can Also Download Department of Youth Development (DYD) Exam Result PDF bdjobstoday.info. You Want To All Jobs Exam Result, Any Information. Well Stay with Us All time, Because We Are Published all Jobs Circular, Application Form, Admit Card, All Exam Date & Time, Jobs Question, All Exam Result & appointment Letter is Well. Thanks For Stay With Us.

Related Article's:

  • Bangladesh Judicial Service Commission BJSC job circular – bjsc.gov.bdBangladesh Judicial Service Commission BJSC job circular – bjsc.gov.bd
  • Bangladesh Food Safety Authority BFSA Job Circular 2018 – www.bfsa.gov.bdBangladesh Food Safety Authority BFSA Job Circular 2018 – www.bfsa.gov.bd
  • Combined 2 Bank Officer (IT/ICT) Exam Question Solution 2019Combined 2 Bank Officer (IT/ICT) Exam Question Solution 2019
  • Al-Arafah Islami Bank Job Circular 2018 – www.al-arafahbank.comAl-Arafah Islami Bank Job Circular 2018 – www.al-arafahbank.com
  • DDMR Exam Seat Plan 2019DDMR Exam Seat Plan 2019
  • BKIICT BCC Training Program Schedule 2018 – www.bkiict.bcc.net.bdBKIICT BCC Training Program Schedule 2018 – www.bkiict.bcc.net.bd

Filed Under: General Knowledge (GK)

About Golap

I'm Ilias Rose (Golap), a passionate blogger with intense interest towards Educations. I have contributed many education and jobs articles on this website and trying to educated some students and job seeker as well.

Related Article’s

  • MEFWD Written Exam Result And Practical Date 2019MEFWD Exam Result 2021 – mefd.gov.bd job result
  • HSC Result With MarksheetHSC Result 2020 With Marksheet | All Education Auto Pass Result 2021
  • MEFWD Written Exam Question Solution 2019MEFWD MCQ, Written Exam Question Solution 2021
  • DLS Exam Result 2021 | Dept. Livestock Services Viva final result
  • DNC Written Exam Date 2019DNC (Sepay) Written Exam Date 2021 – www.dnc.gov.bd
  • BCS Exam Date41st, 42th BCS Exam Date & Admit Card 2021 | bpsc.teletalk.com.bd
  • Govt School Admission ResultGovt School Admission Test Result 2020-21 | gsa.teletalk.com.bd result
  • DGHS ResultDGHS Exam Result 2021 | Directorate General of Health Services Result
  • BADC Exam ResultBADC Exam Result 2021 | www.badc.gov.bd result
  • NRBC Bank ResultNRBC Bank (Officer) Exam Result 2021 – nrbcommercialbank.com

Categories

Copyright © 2020 BDjobstoday