রাজনৈতিক ঘটনাপ্রবাহ (১৯৫২-১৯৭০) ভাষা আন্দোলন হতে ১৯৭০ এর নির্বাচন পর্যন্ত রাজনৈতিক ঘটনা প্রবাহের গুরুত্ব বিশ্লেষণ
২য় সপ্তাহ
৭ম শ্রেণি অ্যাসাইনমেন্ট উত্তর
বিষয়ঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয়
৭ম শ্রেণি ২য় সপ্তাহের বাংলাদেশ ও বিশ্বপরিচয় অ্যাসাইনমেন্ট উত্তর ২০২২
Contents
অ্যাসাইনমেন্ট প্রশ্ন উত্তরের এই পর্বে আমি দিতে চলছি, ৭ম শ্রেণীর তথা ক্লাস ৭ এর বিজিএস বা বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ২য় সপ্তাহের অ্যাসাইনমেন্ট উত্তর । যেখানে নমুনা উত্তর হিসেবে তোমরা পাবে মানসম্মত উত্তর । তবে ভুলেও এখানে দেওয়া নমুনা উত্তর গুলো হুবহু কপি করবে না, এতে করে তোমরা যেমন কিছু শিখতে পারবে না, তেমনই ভাবে বাতিল হয়ে যেতে পারে তোমাদের অ্যাসাইনমেন্ট । তাই কিছুটা ধারণা নিয়ে, পাঠ্য বইয়ে সাহায্য নিয়ে করবে ৭ম শ্রেণি ২য় সপ্তাহের বাংলাদেশ ও বিশ্বপরিচয় অ্যাসাইনমেন্ট উত্তর ।

সৌজন্যে; বাংলা নিউজ এক্সপ্রেস (ধন্যবাদ)
আরও দেখুন; ৭ম শ্রেণি ইংরেজি অ্যাসাইনমেন্ট উত্তর ২০২২
এ্যাসাইনমেন্ট উত্তর সবার আগে পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন (এখানে ক্লিক করে)
শিখনফল/ বিষয়বস্তুঃ
১. রাষ্ট্রভাষা আব্দোলনের ঘটনার বর্ণনা দিতে পারবে
২. যুক্তফ্রন্ট্রের মাধ্যমে বাঙালির অর্জনসমূহ বর্ণনা করতে পারবে
৩. ছয়দফা আন্দোলন সম্পর্কে বর্ণনা করতে পারবে
৪. উনসত্তরের গণঅভ্যুত্থানের ঘটনা ও গুরুত্ব বর্ণনা করতে পারবে
৫. ১৯৭০ সালের নির্বাচনে বাঙালির নিরঙ্কুশ বিজয় সম্পর্কে বর্ণনা করতে পারবে
অ্যাসাইনমেন্ট প্রণয়নের নির্দেশনা (ধাপ/পরিধি/সংকেত):
ক) ছক তৈরিপূর্বক ১৯৫২-১৯৭০ সাল পর্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনাক্রম করে রাজনৈতিক সময় উল্লেখ ধারাবাহিকভাবে লিখবে
খ) ছক থেকে যেকোনো একটি ঘটনা নির্বাচন করে তার ধারাবাহিক বর্ণনা
গ) আমাদের জাতীয় জীবনে উক্ত ঘটনাটির গুরুত্ব ব্যাখ্যা করতে হবে। ব্যাখ্যার ক্ষেত্রে নিম্নোক্ত দিকগুলো থাকতে হবে
*বাঙালি জাতীয়তাবাদের বিকাশ * অর্থনৈতিক বৈষম্য নিরসন *স্বাধীকার আন্দোলন *রাজনৈতিক বিজয়