• Home
  • Privacy Policy
  • Contact Us

BD Jobs Today | All Jobs Circular Of Bangladesh

  • Government Jobs
  • Exam Date
  • jobs Results
  • job question solutions
  • Notice
  • NTRCA
  • BCS
  • SSC Result 2020
  • HSC Result 2020
Home » MEFWD Previous Question Solution And Suggestion For 2019

MEFWD Previous Question Solution And Suggestion For 2019

January 10, 2019 by Golap

MEFWD Previous Question Solution And Suggestion For 2019 has been published on My website bdjobstoday.info today. Medical Education and Family Welfare Division (MEFWD) Previous Question Solution. MEFWD Previous Exam Question Solution. MEFWD Previous Jobs Exam Question Solution. MEFWD Wrriten Exam Previous Question Solution. MEFWD Previous Question And Given Full Answer. MEFWD Question Solution And Suggestion For 2019 Upcoming Exam. Medical Education and Family Welfare Division (MEFWD) Previous Question Solution Published In 2019. You can find the full details about MEFWD Previous Question Solution And Suggestion For 2019 here. You can also check out this similar NATP Previous Question Solution And Suggestion For 2019 here.

MEFWD Previous Question Solution And Suggestion For 2019

Authority Name: Medical Education and Family Welfare Division (MEFWD)

Upcoming Exam Date And Admit Below:

Exam Type: Written+MCQ

Post Name And Vacancy was:

1. Accountant-01
2. Steno typist Cum Computer Operator-12
3. Cashier-01
4. Cataloger-01
5. Office Assistant Cum Computer Typist-19
6. Office Sohayok-25

Total vacancy: 59

Admit Card Download Link: Click Here

You May Also Like Similar:

  • MEFWD Written Exam Question Solution 2019
  • MEFWD Exam Result 2019 – mefwd.gov.bd

MEFWD Previous Question Solution And Suggestion For 2019

পরিবার পরিকল্পনা অধিদপ্তরঃ

পরীক্ষা হয়েছিলঃ ১১ মে ২০১৮

পদের নামঃ পরিবার পরিকল্পনা পরিদর্শিকা প্রশিক্ষণার্থী

বাংলা অংশঃ

১. ছন্দের জাদুকর কার উপাধি- সত্যেন্দ্রনাথ দত্ত

২. বাংলা ভাষায় বহুল প্রচলিত অভিধান চলন্তিকা এর প্রণেতা কে- রাজশেখর বসু

৩. শ্রীকৃষ্ণকীর্তন কাব্য কোন যুগের সাহিত্য- প্রাচীন যুগ

৪. বাংলা সাহিত্যে মৌলিক রুপ- ৪ টি

৫. উচ্চারণ স্থান অনুসারে ব্যঞ্জনধ্বনি কত প্রকার- ৫ প্রকার

৬. নিচের কোনটি সমাস সাধিত শব্দ- মনমাঝি

৭. নিষ্পত্তি শব্দের সন্ধি বিচ্ছেদ- নিঃ + পত্তি

৮. তামাক কোন বিদেশী শব্দ থেকে এসেছে- ফারসি

৯. বীজন অর্থ- পাখা (মূলত বীজন মানে পাখা দিয়ে বাতাস করা যেহেতু অপশনে বাতাস করা নেই তাই পাখা উত্তর হবে)

১০. নিচের কোনটি দেশি শব্দ- ঢেঁকি

১১. Practice makes a man perfect-গাইতে গাইতে গায়েন

১২. বানি অর্থ- স্বর্ণকারের মজুরি

১৩. দুহাত যা সমানে চলে- সব্যসাচী

১৪. Consul এর বাংলা প্রতিশব্দ- বাণিজ্যদূত

১৫. নিচের কোনটি অন্য তিনটি হতে ভিন্ন- মধুকর

১৬. নিত্য সমাসের উদাহরণ- দর্শণমাত্র

১৭. ফুলে ফুলে ভরেছে বাসর কোন সমাস- করণে সপ্তমী

১৮. আশিটা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় কভু, আমার ক্ষুদার অন্ন তা ব’লে বন্ধ করনি প্রভু! চরণটি জাতীয় কবির কোন কবিতার অংশ- মানুষ

১৯. নিচের কোন বানানটি শুদ্ধ- জ্যৈষ্ঠ

২০. চাঁদের পাহাড় কার লেখা- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

English Part:

২১. In the interest — safety, smoking is forbidden. –of

২২. Synonym of Lunatic- Mad

২৩. Which is plural noun? – Media

২৪. There were —–guests than I expect. -Fewer

২৫. Salina wore a beautiful necklace made —-silver.-of

২৬. Brain box meaning- Intelligent person

২৭. Which of the following word is feminine gender?- nun

২৮. Plural form of OX- Oxen

২৯. Which of the following is a neuter gender?- Table

৩০. Which one is not the synonym of definite?- Vague

৩১. We read novels. (Passive voice)- Novels are read by us.

৩২. Analogy- Hospital: Patient: Restaurant: Customer

৩৩. Synonym of exposed- Open

৩৪. Antonym of pure- adulterated

৩৫. Correct spelling- Coffee

৩৬. The act of doing deliberate damage to something is called- Sabotage

৩৭. Many a little pickle makes a- mickle

৩৮. Play careful attention to something- Heed

৩৯. In black and white means- In writing

৪০. It is time for —his bad habits- change

গণিত অংশঃ

৪১. ২০,২৩,২৬, ২৯ ধারাটির ৩১ তম পদ- ১১০

৪২. ১ থেকে ৫০ পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি-১৫ টি

৪৩. কোন আসল ৩ বছরে মুনাফা আসলে ৬৬০০ টাকা হয়। মুনাফা আসলের ৩/৮ অংশ হলে, আসলের পরিমাণ কত- ৪৮০০ টাকা

৪৪. নিচের কোনটি ক্ষুদ্রতম- ৭৫/১০

৪৫. ৮৪ টাকা কত টাকার ৮.৭৫%? -৯৬০ টাকা

৪৬. ১.৮ হেক্টর সমান কত একর?- ৪.৫ একর

৪৭. a+b=8 এবং ab=15 হলে a2-b2=?- 16

৪৮. ৪:১৬ এর দ্বিভাজিত অনুপাত কোনটি?- ১:৪

৪৯. ব্যাসার্ধ ২০% হ্রাস পেলে ১ টি বৃত্তের ক্ষেত্রের ক্ষেত্রফল কতটুকু হ্রাস পাবে- ৩৬%

৫০. X=-3 হলে 9x^2+17x+25 এর মান কত- সঠিক উত্তর নাই ( ঊত্তর হবে 55)

৫১. x/3 – x/5=2 এর সমাধান কোনটি? – 15

৫২. নিচের কোন সংখ্যার ১/৩ ও ১/৪ এর পার্থক্য ২.৫? ৩০

৫৩. 2^4y=256 then 3^y=? 9

৫৪. X^2 –√5x+1=0 হলে x^2-1/x^2=? √5

৫৫. ২০ জন একটি কাজে যেসময়ে করে কর্মী সংখ্যা ৬০ শতাংশ কমে যাওয়ায় কাজটি করতে কতগুণ বেশী সময় লাগবে- ২.৫ গুণ

সাধারণ জ্ঞানঃ

৫৬. World Hand Hygiene Day- ৫ মে

৫৭. মুক্তিযুদ্ধের সেক্টর- ১১

৫৮. মানুষের শরীরের ক্রোমসোম সংখ্যা- ২৩ জোড়া

৫৯. জাতীয় সংসদের আসন সংখ্যা-৩৫০

৬০. বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার কত- ১.৩৭%

৬১. ২০১৮ সালে কততম ফুটবল বিশ্বকাপ হবে- ২১ তম

৬২. Ebola কি-ভাইরাস

৬৩. চোখের রেটিনার ইমেজ ব্যবহৃত হয়- বায়োমেট্রিক্স

৬৪. জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশ বিশ্বের কততম দেশ-৮ম

৬৫. সবচেয়ে ঘনবসতি দেশ-মোনাকো

৬৬. DNA এর ম্যাচিং এর জন্য কোন প্রযুক্তি ব্যবহার করা হয়- জেনেটিক্স

৬৭. বাংলাদেশ আওয়ামী লীগ কত সনে প্রতিষ্ঠিত- ১৯৪৯

৬৮. টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ রাংকিং কত-৮ম

৬৯. এখন হিজরি সনের কততম মাস চলছে- ৮ম (শাবান)

৭০. বিশ্ব জনসংখ্যা দিবস- ১১ জুলাই

পরিবার পরিকল্পনা অধিদপ্তরঃ

পদের নামঃ পরিবার পরিকল্পনা সহকারী/পরিদর্শক

১. বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি? – ১০টি

২. ক বর্গের ধ্বনিসমুহের উচ্চারণ স্থান- জিহ্বামুল

৩. আহ্বান এর প্রকৃত উচ্চারণ- আওভান

৪. কোনটি সঠিক বানান- মহর্ষি

৫. কোন বর্গীয় বর্গের সঙ্গে যুক্ত “ন কখনও “ণ” হয়না- চ-বর্গ

৬. গোস্পদ এর সন্ধি বিচ্ছেদ- গো+পদ

৭. ছিন্ন শব্দের প্রকৃতি প্রত্যয়- ছিদ+ক্ত

৮. পাউরুটি শব্দটি কোন ভাষা থেকে এসেছে – পর্তুগিজ

৯. কোনটি দেশি শব্দ- খোঁপা

১০. খাটি বাংলা উপসর্গ- ২১টি

১১. হের ঐ দুয়ারে দাঁড়িয়ে কে? ব্যাকে ব্যবহৃত “হের” কোন ধাতু- অজ্ঞাতমূল

১২. কবি কবি ভাব ,কিন্তু ছন্দের অভাব- -এ বাক্যে “কবি কবি” কি অর্থে ব্যবহৃত হয়েছে- উপহাস অর্থে ১

১৩. Quotation এর বাংলা পরিভাষা- মুল্যজ্ঞাপন

১৪. সাপ শব্দের সমার্থক- অহি

১৫. গোবর গণেশ অর্থ- মূর্খ

১৬. সূর্য উঠলে আঁধার দূরীভূত হয় “উঠলে” কোন ক্রিয়াপদ -অসমাপিকা

১৭. ষোল সংখ্যার ক্রমবাচক রুপ- ষোঢ়শ

১৮. সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে কার লেখা-জীবনানন্দ দাশের

১৯. হস্তি শব্দটির পর কোন বহুবচন বোধক শোব্দটি বসে -যূথ

২০. বনফুল কার ছদ্মনাম – বালাই চাঁদ মুখোপাধ্যায়

২১. The Jury is divided in their opinion. Used incorrectly- Their

২২. Which one is plural form- Media

২৩. Fifty miles are a long way- Used incorrectly- are (Correct is)

২৪. Feminine gender of earl- Countess

২৫. A person related to you who lived a long time ago- Ancestor

২৬. Which one is different- Stag

২৭. He was elected chairman. Which nominative chairman here- Complementary

২৮. Superlative of out-Utmost

২৯. Which one ordinal numeral adjective- Third

৩০. We have—-breakfast at 7 PM.- No article

৩১. If he came, I (Go)- would go

৩২. I wish, I will sing a song.

৩৩. I like Japanese Car- Her Japanese- Proper adjectives

৩৪. Present form of sworn-Swear

৩৫. He started reading- Here reading- Gerund

৩৬. He writes carefully- Here carefully adverb of- Manner

৩৭. Synonym of bona-fide- Authentic

৩৮. Antonym of fertile- Barren

৩৯. Correct spelling- Annual

৪০. Which parts of speech is May- Verb

৪১. বৃত্তের ব্যাস দু’গুণ বৃদ্ধি পেলে এর ক্ষেতেফল কতগুণ বৃদ্ধি পায় – ৪গুণ

৪২. বার্ষিক ৪.৫টাকা হার মুনাফায় কত টাকা বিনিয়োগে ৪ বছরে তা ৮২৬টাকা হবে- ৭০০টাকা ৪৩. কোন সংখ্যা সব চেয়ে বড়- √0.3

৪৪. ৫,৯,১৩,১৭ ধারাটির ১৬৫ তম পদ কত?- ৪১

৪৫. টাকায় ৫টি জিনিস ক্রয় করে টাকায় ৪টি করে বিক্রয় করলে শতকরা লাভ হবে- ২৫%

৪৬. ১ একরের ৫% সমান কর বর্গগজ- ২৪২

৪৭. কোনটি মূলদ সংখ্যা- √১২১

৪৮. ২:৩ এর সমানুপাত- ৪:৬

৫০. ১৬

৫১. ৩

৫২. ৩৬

৫৩. ১২

৫৪. ১ টি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ২৬ বর্গমিটার হলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য- ৭.৭৫

৫৫. ৪

৫৭. সদ্য সমাপ্ত কান চলচ্চিত্র উৎসব কত তম ছিল-৭১ তম

৫৮. DPT vaccine কোন রোগের প্রতিষেধক- ডিপথেরিয়া

৫৯. জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম তারিখ- ১৭ মার্চ

৬০. ওয়ানগালা’ উৎসব কাদের- গারোদের

৬১. বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদ কত তম-২১

৬২. কোন গাছের বাকল হতে কুইনাইন আহরিত হয়-চিংকোনা (সিনকোনা)

৬৩. এডিস মশা কিসের জীবাণু বহন করে- ডেঙ্গু জ্বর

৬৪. ২০১৯ সালের বিশ্বকাপ ক্রিকেট কোথায় হবে- ইংল্যান্ডে

৬৫. কোন সনে জাতিসংঘ জন্মনিয়ন্ত্রণকে মানবাধিকার বলে স্বীকৃতি দেয়-

৬৬. ব্যাকটেরিওলজির জনক কে-লিউয়েন হুক

৬৭. এখন হিজরি সনের কততম মাস চলছে- ৮ম (শাবান)

৬৮. কোন সংস্থাটি পরিবার পরিকল্পনা সেবা প্রদান করে- UNICEF

৬৯. কম্পিউটারের স্থায়ী মেমরিকে বলে- ROM

৭০. কোন ভিটামিনের অভাবে ভ্রুণের মস্তিষ্কের বিকাশ ব্যাহত হয়-বি২

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের চাকরির পরীক্ষার প্রশ্নের সমাধান:

বাংলা অংশঃ

১) প্রশ্ন: গৃহ শব্দটির অর্থ কি?
উত্তর: বাড়ি
২) প্রশ্ন: বাংলা ভাষা ধ্বনি বা বর্ণের সংখ্যা কতটি?
উত্তর: ৫০টি
৩) প্রশ্ন: তনয় শব্দের সমার্থক শব্দ কোনটি?
উত্তর: পুত্র
৪) প্রশ্ন: ক্রিয়াপদের মূল অংশকে কি বলে?
উত্তর: ধাতু
৫) প্রশ্ন: ভাষার মূল উপাদান কয়টি?
উত্তর: চারটি
৬) প্রশ্ন: বাক যন্ত্রের সাহায্যে আমরা কি সৃষ্টি করি?
উত্তর: ধ্বনি
৭) প্রশ্ন:পূর্ণ বাক্যের শেষে কোন চিহ্ন ব্যবহার করা হয়?
উত্তর: দাড়ি
৮) প্রশ্ন: হিসাব শব্দটি কোন ভাষা থেকে আগত?
উত্তর: আরবি
৯) প্রশ্ন: উষ্ণ শব্দের ষ্ণ কোন দুটি শব্দ থেকে আগত?
উত্তর: ষ + ণ
১০) প্রশ্ন: গুন বা অবস্থা প্রকাশকারী শব্দকে বলা হয়?
উত্তর: বিশেষণ
১১) প্রশ্ন: কোন বানানটি সঠিক?
উত্তর: ব্যাকরণ
১২) প্রশ্ন: জনৈক এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
উত্তর: জন+ এক
১৩) প্রশ্ন: “কোথাও উঁচু কোথাও নিচু” এক কথায় প্রকাশ কি?
উত্তর: বন্ধুর
১৪) প্রশ্ন: বলা যায় না যা এক কথায় প্রকাশ?
উত্তর: অকথ্য
১৫) প্রশ্ন: বাক্যে যা ক্রিয়া সম্পাদন করে তাকে কি বলে?
উত্তর: কারক
১৬) প্রশ্ন: তনয় শব্দের সমার্থক শব্দ কোনটি?
উত্তর: পুত্র
১৭) প্রশ্ন: ক্রিয়াপদের মূল অংশকে কি বলে?
উত্তর: ধাতু
১৮) প্রশ্ন: প্র, পরা, অপ ইত্যাদিকে কি বলে?
উত্তর: উপসর্গ
১৯) প্রশ্ন: ক্রিয়ার কাল প্রধানত কত প্রকার?
উত্তর: তিন প্রকার।
২০) প্রশ্ন: মাতাপিতা কোন সমাস?
উত্তর: দ্বন্দ্ব সমাস
২১) প্রশ্ন: আমাদের জাতীয় সংগীতের রচয়িতা কে?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর
২২) প্রশ্ন: নিমন্ত্রণ কবিতাটি কার লেখা?
উত্তর: জসীমউদ্দীনের

সাধারণ জ্ঞানঃ

২৩ ) প্রশ্ন: ফিফা বিশ্বকাপ 2018 আর কতদিন বাকি?
উত্তর: ৬দিন (০৮.০৬.২০১৮ ইং তারিখ থেকে)
২৪) প্রশ্ন: এশিয়া মহাদেশের কতটি দেশ এবারের বিশ্বকাপে অংশগ্রহণ করবে?
উত্তর: ৫টি
২৫) প্রশ্ন: বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা কত কোটি?
উত্তর: ১৯ কোটি
২৬) প্রশ্ন: বঙ্গবন্ধু-১ কি?
উত্তর: কৃত্রিম উপগ্রহ।
২৭) প্রশ্ন: পানিতে ডুবে গেলে রোগীর পেট থেকে কিভাবে পানি বের করতে হয়?
উত্তর: চিৎ করে শুইয়ে
২৮) প্রশ্ন: সাধারণত ক্ষতস্থানে কোনটি ব্যবহার করা হয়?
উত্তর: টিংচার আয়োডিন
২৯) প্রশ্ন: চাল কোন জাতীয় খাবার?
উত্তর: শর্করা
৩০) প্রশ্ন: মাদকাসক্তির বিরুদ্ধে কোন ব্যবস্থাটি সবচেয়ে কার্যকর?
উত্তর: সহায়তামূলক
৩১) প্রশ্ন: নিপা কি?
উত্তর: ভাইরাস
৩২) প্রশ্ন:এখন কত বঙ্গাব্দ সাল চলছে?
উত্তর: ১৪২৫
৩৩) প্রশ্ন: ট্রাফিক সিগন্যাল হিসেবে নীল রঙের আয়তক্ষেত্র কোন ধরনের আইন?
ক)বাধ্যতামুলক আইন
খ)তথ্যমুলক আইন
গ)সতর্কতামুলক আইন
ঘ)সবগুলি
উত্তর: সবগুলি

English:

৩৪)প্রশ্ন: মহাসড়ক এর ইংরেজি কি?
Ans: Highway
৩৫) প্রশ্ন: a word indicating action is called?
Ans: Verb
৩৬) প্রশ্ন: A word used to name something is called?
Ans:Noun
৩৭) প্রশ্ন: কোন বাক্যটি সঠিক?
Ans: I listen to music.
৩৮) প্রশ্ন: Dhaka is a big city এখানে Dhaka?
Ans: Proper Noun
৩৯) প্রশ্ন: there is ____ but hate’s a liar?
Ans: None
৪০) প্রশ্ন: কোনটি plural হয় না?
Ans: furniture
৪১) প্রশ্ন: নিচের কোনটি plural ভিন্ন অর্থ প্রকাশ করে?
Ans: good
৪২) প্রশ্ন: নিচের কোনটি সর্বদা Common Gender হিসেবে ব্যবহৃত হয়?
Ans: Cousin
৪৩) প্রশ্ন: কোনটি abstract noun?
Ans: kindness
৪৪) প্রশ্ন: he is junior ___ me.
Ans: To
৪৫) প্রশ্ন: last year Anwar ___ in class VII
Ans: was
৪৬) প্রশ্ন: pen is ____ than the sword?
Ans: mightier
৪৭) প্রশ্ন: মোটরযানের ইংরেজি কি?
Ans: Vehicle

গনিতঃ

৪৮) প্রশ্ন: ২, ৫, ৮, ১১ ধারাটির ১০ম পদ কত?
উত্তর:২৯
৪৯) প্রশ্ন: ৫০ টাকার ১৫০% কত?
উত্তর:৭৫টাকা
৫০) প্রশ্ন: X^1 (X to the power one) এর মান কত?
Ans: X
৫১) প্রশ্ন: সেট প্রকাশের পদ্ধতি কয়টি?
Ans: ২টি
৫২) প্রশ্ন: বার্ষিক ১০% সরল মুনাফার ১২০০ টাকায় কত বছরে ৪৮০ টাকা হবে?
উত্তর: ৪ বছরে
৫৩) প্রশ্ন: (-4,6) বিন্দুটি লেখচিত্রের কোন চতুর্ভাগে অবস্থিত?
উত্তর: ৪র্থ
৫৪) প্রশ্ন: If X= 3-1/x then find the value of x^2 + 1/x^2
উত্তর: 7
৫৫) প্রশ্ন: 1/4 – 1/2 = 0 হলে এর সমাধান কত?
উত্তর: 2
৫৬) প্রশ্ন: (a+b)^3 কে বিশ্লেষণ করলে কয়টি পদ পাওয়া যায়?
উত্তর: ৪টি
৫৭) প্রশ্ন: কোনটি মৌলিক সংখ্যা
উত্তর: ১৯
৫৮) প্রশ্ন: a+1/a = √ 3 হলে, a³ + 1/ a³= কত?
উত্তর: 0
৫৯) প্রশ্ন: x+y = 6 ও x-y =4 হলে, 4xy = কত?
উত্তর: 20
৬০) প্রশ্ন: এক কুইন্টাল কত কিলোগ্রাম?
উত্তর: ১০০ কিলো
৬১) প্রশ্ন: ১ একর সমান কত বর্গগজ?
উত্তর: ৪৮৪০
৬২) সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির সমষ্টি কত ডিগ্রি?উত্তর: ৯০ ডিগ্রি

Collected From: Jobstestbd

MEFWD Previous Question

MEFWD Previous Question Solution And Suggestion For 2019 - 1

MEFWD Previous Question Solution And Suggestion For 2019 - 4

MEFWD – এর ফলাফল জানতে আমাদের Facebook Group এ জয়েন করুন
Facebook Group Link:– www.facebook.com/groups/Bdjobstoday.info

MEFWD Previous Question Solution And Suggestion For 2019

Medical Education and Family Welfare Division (MEFWD) Previous Question Solution Published In 2019. MEFWD Previous Exam Question Solution. For Next Updates about Medical Education and Family Welfare Division (MEFWD) Viva Exam Date 2018 jobs circular, Vacancy Notice, Exam Result or Admit card Download. If You want To All Jobs Exam Result, Any Information. Well Stay with Us All time, Because we are Published all Jobs Circular, Application Form, All Exam Date & Time, Jobs Question And Give Solution, All Exam Result & Appointment Letter. Stay with us & Keep Visiting Our Website bdjobstoday.info Thanks.

If you have any Problems/ question? about MEFWD Previous Question Solution And Suggestion For 2019, then comment bellow or message us through our facebook Page. We will reply as soon as possible. Thanks For Stay With (bdjobstoday.info) Us

Related Article's:

  • PMGCC Exam Result 2019PMGCC Exam Result 2019
  • DDM Exam Question Solution 2019DDM Exam Question Solution 2019
  • 16th NTRCA Written Admit Card Download 2019 | ntrca.teletalk.com.bd16th NTRCA Written Admit Card Download 2019 | ntrca.teletalk.com.bd
  • Bangladesh Jail Viva And Practical Exam Date 2019Bangladesh Jail Viva And Practical Exam Date 2019
  • NWPGCL Exam Question Solution 2018NWPGCL Exam Question Solution 2018
  • BINA Job Circular, Application Form & Result 2018BINA Job Circular, Application Form & Result 2018

Filed Under: job question solutions, Jobs Special Suggestion

About Golap

I'm Ilias Rose (Golap), a passionate blogger with intense interest towards Educations. I have contributed many education and jobs articles on this website and trying to educated some students and job seeker as well.

Related Article’s

  • BBS ResultBBS Exam Result 2021 | Bangladesh Bureau of Statistics Result
  • PGCB Exam Result 2019PGCB Exam Result 2021 | Power Grid Company of Bangladesh Ltd
  • BBS Exam DateBBS Exam Date 2021 | www.bbs.gov.bd Job written exam Date
  • 13th BJSC Exam Circular14th BJSC Exam Circular 2021 | Bangladesh Judicial Service
  • Dept. of Narcotics Control Question SolutionDNC Exam Question Solution 2021 | Dept. of Narcotics Control Job Q. Ans
  • BBS Seat PlanBBS Exam Seat Plan 2021 | Bangladesh Bureau of Statistics
  • BBS Admit DownloadBBS Admit Card Download 2021 – bbs.teletalk.com.bd
  • NU Honours 4th Year RoutineNU Honours 4th Year Routine 2021 | Final Year New routine
  • MEFWD Written Exam Result And Practical Date 2019MEFWD Exam Result 2021 – mefd.gov.bd job result
  • HSC Result With MarksheetHSC Result 2020 With Marksheet | All Education Auto Pass Result 2021

Categories

Copyright © 2020 BDjobstoday