RU All Unit Admission Test Question Solution 2019-20 has been published on My website bdjobstoday.info today. Last 21 and 22 October, the admission test was conducted in Rajshahi University in two different sections in 3 sections. The admission test for this unit is 1st Group in the morning at 9am minutes and 2nd group from 11.45am in the morning and B unit commercial branch examination starts at 3pm till 04.45pm in the morning, as per unit A test. A total of lakhs of candidates are taking admission in this year’s admission test. At the end of the exam, all the candidates become Busy to find their completed exam question paper and get their solution. Because the right solution gives them a lot of comfort. So our efforts are to make their paths better with questions and solutions. You can find the full details about RU All Unit Admission Test Question Solution 2019-20 here. You can also check out this similar RU (A, B, C) Unit Admission Test Result 2019-20 here.
Rajshahi University (RU) Admission Question Solution 2019
Contents
- 1 Rajshahi University (RU) Admission Question Solution 2019
- 2 RU (A, B, C) Unit Admission Test Result 2019-20
- 3 Rajshahi University (RU) A Unit Admission Question Papers 2019-20
- 4 How is the admission test method and question type of Rajshahi University?
- 5 RU A Unit Admission Test Question Solution 2019-20
- 6 RU B Unit Admission Question Solution 2019-20
- 7 RU C Unit Question Solution 2019-20
The Name of Exam: Undergraduate Admission
University Name: Rajshahi University (RU)
Exam Type: MCQ and Written
Session: 2019-2020
Exam Year: 2019
Admission Exam Schedule: 21st October, 2019
Group Name: 1 And 2
Total Exam Marks: 100
Website: admission.ru.ac.bd
RU (A, B, C) Unit Admission Test Result 2019-20
RU C Unit Admission Test Question Solution 2019-20
RU A Unit Admission Test Question Solution 2019-2020
Group 1: Shift 1
Bengali Path:
১। কুম্ভকর্ণ কে?
উত্তরঃ গ) রাবণের ছােট ভাই
২। গজদন্ত মিনার’ অর্থ কী?
উত্তরঃ ঘ) আভিজাত্যের মিনার
৩। যদি জানতাম বড় হয়ে সে একদিন আমার সৌভাগ্যের অন্তরায় হবে। এখানে সে কে?
সঠিক উত্তর নাই। সঠিক উত্তর হবে নাবাব সিরাজ-উদ-দৌলা
৪। শেষের কবিতা’ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি?
উত্তরঃ উপন্যাস
৫। কবি শামসুর রাহমানের মতে, তরুণ শ্যামল পূর্ববাংলা হচ্ছে?
ঠিক উত্তর নাই। সঠিক উত্তর হবে সালামের মুখ
৬। রুদ্রমঙ্গল’ কী জাতীয় গ্রন্থ?
উত্তরঃ প্রবন্ধগ্রন্থ | ( লেখক কাজী নজরুল ইসলাম)
৭। জীবন-বন্দনা’ নজরুলের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত কবিতা?
উত্তরঃ সন্ধ্যা
৮। কোন বানানটি শুদ্ধ?
উত্তরঃ সমীচীন
৯। লালসালু উপন্যাসের ইংরেজি অনুবাদের শিরােনাম হচ্ছে?
উত্তরঃ Tree Without Roots
১০। কুটিরশিল্প ধ্বংসের মধ্য দিয়ে আমরা কোন সমস্যার সম্মুখীন হয়েছি?
উত্তরঃ খ) চাষাবাদে অনাগ্রহ
১১। নিচের কোন শব্দটির লিঙ্গান্তর হয় না?
উত্তরঃ গ) কবিরাজ
১২। ছাই ফেলতে ভাঙা কুলাে’ – প্রবাদে ‘ভাঙা কুলাে’ বলতে বােঝায়?
উত্তরঃ উপেক্ষিত ব্যক্তি
১৩। ঐকতান’ কবিতাটি কোন্ ছন্দে রচিত?
উত্তর খ) অক্ষরবৃত্ত
১৪। সৃষ্টি’-র বিপরীত শব্দ কি?
উত্তরঃ ক) প্রলয়
১৫। মানিক বন্দ্যোপাধ্যায় কত বছর বয়সে “অতসীমামী” গল্প লিখেছেন?
উত্তরঃ ক) একুশ
English Path:
১৬। Which expression is correct?
উত্তরঃ গ) ten head of cattle ( ‘Ten head of cattle‘ means a heard of ten animals)
১৭। They elected him chairman. Its passive form is:
উত্তরঃ ক) He was elected chairman (by them).
১৮। Choose the correct sentence:
উত্তরঃ গ) The boy was too clever to miss the point.
১৯। A decade ___ since the discovery of leprosy vaccine. The right option for the gap is:
উত্তরঃ খ) has passed
২০। From your point of view, which sentence is incorrect?
উত্তরঃ গ) I am sitting the admission test.
২১। Salam is late for office on most days. In other Words, he is ___ late for office.
উত্তরঃ খ) frequently
২২। Who is a netizen?
উত্তরঃ ক) one who uses the internet
২৩। We are looking forward to ___ soon. The right expression for the gap is:
উত্তরঃ খ) meeting you
২৪। He is an innovative teacher. Here ‘innovative’ means:
উত্তরঃ ঘ) creative
২৫। He went mad. This verb is:
উত্তরঃ গ) linking
২৬। He said, “where are my glasses?” Its indirect form is:
উত্তরঃ গ) He asked where his glasses were.
২৭। Which one is the correct spelling?
উত্তরঃ ঘ) accommodation
২৮। The beggar in front of the gate looked very hungry. Functionally, the underlined phrase is a/an:
উত্তরঃ ক) adverbial phrase
২৯। The boy is good ___ mathematics. The appropriate preposition is:
উত্তরঃ গ) at
৩০। The adjective form of confidence’ is:
উত্তরঃ গ) confident
সাধারণ জ্ঞান অংশ সমাধানঃ
৩১। দ্যা লাস্ট সাপার’ কার আঁকা?
উত্তরঃ গ) লিওনার্দো দ্য ভিঞ্চি
৩২। ডেঙ্গু জ্বরের কারণে শরীরে—-?
উত্তরঃ ঘ) Platelet কমে যায়
৩৩। আমাজন বনের মােট আয়তনের ৬০ শতাংশ কোন দেশে অবস্থিত?
উত্তরঃ খ) ব্রাজিল।
৩৪। বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিনের নাম কী?
উত্তরঃ গ) পিপীলিকা
৩৫। উড়ােজাহজের গতি নির্ণায়ক যন্ত্র?
উত্তরঃ গ) ওডােমিটার
৩৬। ২০১৯ সালে শান্তিতে নােবেল পুরস্কার যিনি পেয়েছেন তিনি কোন দেশের নাগরিক?
উত্তরঃ ঘ) ইথিওপিয়া
৩৭। বাতাসের আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কী?
উত্তরঃ গ) হাইগ্রোমিটার
৩৮। রঙিন টেলিভিশন থেকে কোন ক্ষতিকর রশ্মি বের হয়?
উত্তরঃ খ) গামা রশ্মি
৩৯। এভিকালচার কী?
উত্তরঃ খ) পাখি পালন
৪০। সর্বপ্রথম পরীক্ষামূলকভাবে ইন্টারনেট চালু হয় যে বিশ্ববিদ্যালয়ে?
উত্তরঃ ঘ) ইউসিএলএ (University of California, Los Angeles)
৪১। OIC -এর বর্তমান প্রেসিডেন্ট
উত্তরঃ খ) সালমান বিন আব্দুল আজিজ
৪২। সত্যজিৎ রায় কোন বিষয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করেছিলেন?
উত্তরঃ ক) চারুকলা
৪৩। বাংলাদেশের সংবিধান প্রণীত হয় কোন সময়ে?
উত্তরঃ ঘ) ১৯৭২ সালের ডিসেম্বরে
৪৪। মনপুরা ৭০’ কী?
উত্তরঃ গ) একটি চিত্রশিল্প
৪৫। কিউনিফর্ম কী?
উত্তরঃ ক) লেখনী (কিউনিফর্ম হল সুমেরীয়দের আবিস্কৃত প্রথম লিপি এবং ব্যবিলনীয়দের লিখন পদ্ধতির নাম।)
৪৬। সামাজিক যােগাযােগ মাধ্যম টুইটারের প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ গ) জ্যাক ডসি
৪৭। তারেক মাসুদ নির্মিত “আদম সুরত” চলচ্চিত্রটি কোন শিল্পীর জীবন নিয়ে নির্মিত?
উত্তরঃ গ) এস.এম. সুলতান
৪৮। নিচের কোনটি গ্রীণ হাউজ গ্যাস নয়?
উত্তরঃ ঘ) নাইট্রোজেন
৪৯। আল মাহমুদের ‘সােনালী কাবিন’ কোন ধরনের রচনা?
উত্তরঃ গ) কাব্যগ্রন্থ
৫০। কোন গ্রহের তাপমাত্রা সর্বাধিক?
উত্তরঃ খ) শুক্র (বুধ সূর্যের সবচেয়ে নিকটবর্তী গ্রহ। তাই স্বাভাবিকভাবেই অনেকের মনে হতে পারে এই প্রশ্নের উত্তর বুধ। . কিন্তু না। সবচেয়ে বেশি গড় তাপমাত্রা সূর্যের দ্বিতীয় নিকটতম শুক্র গ্রহের।)
৫১। সুনামি’ বলতে কী বােঝায়?
উত্তরঃ খ) সামুদ্রিক ঢেউ
৫২। চীনা পরিব্রাজক হিউয়েন সাঙ প্রাচীন বাংলার কোন জনপদ ভ্রমণ করেন?
উত্তরঃ গ) সমতট
৫৩। মায়ানমারের সঙ্গে বাংলাদেশের সীমান্ত কত কি.মি.?
উত্তরঃ ঘ) ২৭১ কি.মি. ( মূলত বাংলাদেশের সাথে মায়ানমারের সীমান্ত দৈর্ঘ্য ২৮৩ কি.মি। এখানে ২৭১ কাছাকাছি বলে উত্তর হবে এটি)
৫৪। ব্রেক্সিট’ কোনটির সাথে সম্পর্কিত?
উত্তরঃ ঘ) ইউরােপিয়ান ইউনিয়ন
৫৫। বিশ্বের প্রথম কৃত্রিম কিডনি আবিষ্কারক কে?
উত্তরঃ গ) ডা. শুভ রায় (বাংলাদেশ)
৫৬। ভানুসিংহ কে?
উত্তরঃ খ) রবীন্দ্রনাথ ঠাকুর
৫৭। নির্মাণাধীন পদ্মা সেতুর মূল দৈর্ঘ্য কত?
উত্তরঃ ঘ) ৬.১৫ কি.মি.
৫৮। কোন বনভূমিকে পৃথিবীর ফুসফুস বলা হয়?
উত্তরঃ গ) আমাজন
৫৯। বর্তমান বিশ্বে কোন দেশের সংবিধানকে ‘শান্তি সংবিধান’ বলা হয়?
উত্তরঃ খ) জাপান
৬০। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?
উত্তরঃ গ) কামরুল হাসান
2nd path – Written Path:
Bengali Path:
১। ‘ঐকতান’ শব্দের অর্থ কী?
উত্তরঃ সম্মিলিত সুর
২। ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় ‘একুশ’ কী?
উত্তরঃ ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় ‘একুশ’ হছে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির ভাষা আন্দোলনের প্রেক্ষাপট।
৩। বিড়াল’ রচনায় পরম ধর্ম কী?
উত্তরঃ বিড়াল’ রচনায় পরোপকারই পরম ধর্ম
৪। পাছায় জোটে না ত্যানা’ রােকেয়া সাখাওয়াত হােসেন কোন প্রসঙ্গে কাদের সম্পর্কে একথা বলেছেন?
উত্তরঃ চাষাদের প্রসঙ্গে বলেছেন। চটকল আর পাটকল;-এক একটা জুট মিলের কর্মচারীগণ মাসিক ৫০০-৭০০ (পাঁচ কিম্বা সাত শত) টাকা বেতন পাইয়া নবাবী হালে থাকে, নবাবী চাল চালে, কিন্তু সেই জুট (পাট) যাহারা উৎপাদন করে তাহাদের অবস্থা এই যে,- ‘পাছায় জোটে না ত্যানা!’ ইহা ভাবিবার বিষয় নহে কি?
৫। নেকলেস’ গল্পের লেখক গী দ্য মােপাসাঁর পুরাে নাম কী?
উত্তরঃ নেকলেস’ গল্পের লেখক গী দ্য মােপাসাঁর পুরাে নাম Henri René Albert Guy de Maupassant
৬। নিম্নোক্ত বাক্যটি শুদ্ধ করঃ
দারিদ্রতা ও দূর্নীতিমুক্ত সমৃদ্ধশালী বাংলাদেশ চাই ।
শুদ্ধ বাক্যঃ দারিদ্য ও দুর্নীতিমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ চাই
৭। ঋণ, রণ, বর্ষা, কর্ষণ শব্দগুলাের বানানে কোন নিয়ম অনুসৃত হয়েছে?
উত্তরঃ ণ ত্ব বিধানে ঋ, র ও ষ এর পরে ণ হয়।
৮। সম্মার্জনা’ শব্দের অর্থ কী?
উত্তরঃ মেজে-ঘষে পরিষ্কার করা
৯। চরিতাভিধান কী?
উত্তরঃ মানুষের জীবনের সংক্ষিপ্ত বর্ণনা।
১০। বীরবল কে? বাংলাভাষার ক্ষেত্রে তিনি কী করেছেন?
উত্তরঃ বীরবল হচ্ছেন প্রমথ চৌধুরী। তিনি বাংলা সাহিত্যের চলিত রীতির প্রববর্তক।
English Path:
১৬। There has been a breakthrough in the treatment of dengue. Here ‘breakthrough’ is a/an:
উত্তরঃ গ) noun
১৭। The danger is ___. The right word in the gap is:
উত্তরঃ ঘ) imminent
18। He told the story ___. The right option is:
উত্তরঃ ক) in a nutshell
১৯। The correct translation of “মেয়েটি দেখতে তার মায়ের মতাে।” is:
উত্তরঃ ক) The girl takes after her mother.
২০। The antonym of ‘supernatural’ is:
উত্তরঃ ক) genuine
২১। The phrase ‘few and far between’ means:
উত্তরঃ ক) not frequent
২২। The adjective ‘savoury’ is connected with:
উত্তরঃ ঘ) food ( (of food) belonging to the category that is salty or spicy rather than sweet.)
২৩। If you write about your father’s life, you are writing:
উত্তরঃ গ) a biography
২৪। Carbon and oxygen ___ carbon dioxide. The missing word is:
উত্তরঃ ঘ) is composed of
২৫। ___ a good student, he failed in the exam. The missing expression is:
ক) Despite being
খ) Despite of being
গ) In spite of
ঘ) Despite the fact of
উত্তরঃ ক) Despite being
২৬। Which one is the correct sentence?
উত্তরঃ গ) We look forward to hearing from you.
২৭। Let me do the work. Its passive form is:
উত্তরঃ ঘ) Let the work be done by me.
২৮। His comment provoked a barrage of criticism. Here ‘a barrage’ means:
উত্তরঃ গ) a lot
২৯। We live upstairs. Here ‘upstairs’ is a/an:
উত্তরঃ ক) noun
৩০। It’s a mystery where he works. The underlined clause is a/an:
উত্তরঃ ক) noun clause
GK Path:
৩১। কোন দেশে ‘বাংলা একটি দাপ্তরিক ভাষা?
উত্তরঃ গ) সিয়েরালিওন
৩২। ২০২০ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক কোন শহরে অনুষ্ঠিত হবে?
উত্তরঃ গ) টোকিও
৩৩। শিল্পী রশিদ চৌধুরী মূলত একজন
উত্তরঃ ঘ) ট্যাপেস্ট্রি শিল্পী
৩৪। কোন নৃ-তাত্ত্বিক সিন্ধু সভ্যতা আবিষ্কার করেন?
উত্তরঃ খ) আলেকজান্ডার কানিংহাম
৩৫। ‘সােনালিকা’ ও ‘আকবর’ কৃষিক্ষেত্রের সাথে সংশ্লিষ্ট
উত্তরঃ গ) উন্নত জাতের গমের নাম
৩৬। শিখা চিরন্তন কোথায় অবস্থিত?
উত্তরঃ ঘ) সােহরাওয়ার্দী উদ্যান
৩৭। বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি কে?
উত্তরঃ গ) ডব্লিউ এ এস ওডারল্যান্ড
৩৮) জেনেভা কনভেনশন কত সালে স্বাক্ষরিত হয়?
উত্তরঃ গ) ১৯৪৯
৩৯) কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব সব থেকে বেশি?
উত্তরঃ খ) ৪°C
৪০। বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ কয়টি?
উত্তরঃ খ) ১৫৩
৪১। বাংলাদেশের কোন আম GI পণ্যের স্বীকৃতি পেয়েছে?
উত্তরঃ গ) হিমসাগর
৪২। ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (ICJ) এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তরঃ ঘ) দ্য হেগ
৪৩। ক্রিকেট খেলার দুই উইকেটের মাঝে দূরত্ব কত?
উত্তরঃ খ) ২২ গ
৪৪। বাংলাদেশের সর্ববৃহৎ দ্বীপ কোনটি?
উত্তরঃ ক) ভােলা
৪৫। সিপাহী বিদ্রোহ সংঘটিত হয়েছিল কোন সালে?
উত্তরঃ গ) ১৮৫৭ সালে
৪৬। বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার মূলনীতিগুলি কোথায় লিপিবদ্ধ করা আছে?
উত্তরঃ ঘ) সংবিধানে
৪৭। বিশ্বকাপ ফুটবল ২০১৮ এর চ্যাম্পিয়ন কোন দেশ?
উত্তরঃ খ) ফ্রান্স
৪৮। বাংলাদেশের জাতীয় সংসদ কয় কক্ষবিশিষ্ট?
উত্তরঃ খ) এক কক্ষ
৪৯। জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি?
উত্তরঃ খ) অ্যান্টনিও গুতেরেস
৫০। বাংলার প্রাচীনতম জনপদ কোনটি?
উত্তরঃ ঘ) পুণ্ডু
৫১। কারা বর্গী নামে পরিচিত?
উত্তরঃ ঘ) মারাঠারা
৫২) যুক্তরাষ্ট্র ‘আলাস্কা ক্রয় করে কার কাছ থেকে?
উত্তরঃ খ) রাশিয়া
৫৩। বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়?
উত্তরঃ ক) আয়ােনেস্ফিয়ার
৫৪। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে কোন বাংলাদেশি বােলার অভিষেক ম্যাচে হ্যাট্রিক করেন?
উত্তরঃ খ) তাইজুল ইসলাম
৫৫) ইতিহাসের জনক কাকে বলা হয়?
উত্তরঃ ক) হিরােডােটাস
৫৬। প্যাপিরাস কী?
উত্তরঃ গ) নলখাগড়া
৫৭। VGF -এর পূর্ণরূপ কী?
উত্তরঃ ক) Vulnerable Group Feeding
৫৮| বাংলাদেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী কে?
উত্তরঃ ক) ড. শামসুজ্জোহা
৫৯। Demographic Dividend বলতে কী বুঝায়?
উত্তরঃ খ) ১৫-৬৪ বছর বয়সী মানুষের আধিক্য
৬০। লালসালু উপন্যাসের পটভূমি কী?
the full solution is going on, stay with us thanks!
Courtesy: jobstestbd (There provide all university, jobs exam question and also give solution)
RU – এর ভর্তি পরীক্ষার সকল ইউনিটে প্রশ্ন সমাধান ও ফলাফল দ্রুত জানতে আমাদের Facebook Group এ জয়েন করুন
Facebook Group Link:– www.facebook.com/groups/Bdjobstoday.info
Rajshahi University (RU) A Unit Admission Question Papers 2019-20
How is the admission test method and question type of Rajshahi University?
This year, admission-seekers will have to take admission test in the No.1 admission test. These include the MCQ of number 4 and the written test of number 1. The examiners will get 5 minutes for MCU number 1 and 3 minutes for written test for number 4. The written exam will consist of 20 questions of short Q & As. Based on the results of the MCQ examination qualification, the written test booklet will be evaluated for 5 times the number of seats in each unit. The final result will be released on the basis of the MCQ and the number of written examinations. According to the final result sequence, the candidates will get admission.
RU A Unit Admission Test Question Solution 2019-20
Admission test in this unit of Rajshahi University has been done very carefully to solve the question. Students of law and arts department take the admission test under this unit.
RU B Unit Admission Question Solution 2019-20
Examination of the MCQ of the examination conducted in the commercial and non-commercial branches of admission to the unit and accurate examination of the question paper was provided.
RU C Unit Question Solution 2019-20
Students in the science, biology and geology, agriculture and engineering faculties participated in the C unit. At the end of the test, we answered the questions of all sets of ‘C’ units by 100%.
If you have any Problems/ question? about Rajshahi University (RU), then comment bellow or message us through our Facebook Page. We will reply as soon as possible. Thanks For Stay With (Bdjobstoday.info) Us.