৩য় সপ্তাহ
৭ম শ্রেণীর অ্যাসাইনমেন্ট উত্তর
বিষয়ঃ বিজ্ঞান
অ্যাসাইনমেন্ট নম্বর; ০১
অধ্যায়; প্রথম অধ্যায়, নিম্নশ্রেণীর জীব
অ্যাসাইনমেন্ট শিরোনাম; স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টিতে অনুজীবের প্রভাব এবং সচেতনতা সৃষ্টি
স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টিতে অনুজীবের প্রভাব এবং সচেতনতা সৃষ্টি
Contents
৭ম শ্রেণীর ৩য় সপ্তাহের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, যেখানে রয়েছে বিজ্ঞান বিষয় । প্রথমবারের মতো উক্ত ৭ম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের উপর দেওয়া হল অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজ । তবে তৃতীয় অধ্যায় থেকে প্রণয়ন করা হয়নি, ৩য় সপ্তাহের বিজ্ঞান বিষয়ের অ্যাসাইনমেন্ট । প্রথম অধ্যায় থেকে দেওয়া হয়েছে এই ৩য় সপ্তাহের অ্যাসাইনমেন্ট । যার প্রশ্নের উত্তর খুঁজতেছে এখন ক্লাস ৭ এর শিক্ষার্থীরা ।
তােমার পরিবারের সদস্যদের স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টিতে যে অনুজীবগুলােকে দায়ী মনে করছ, সে অনুজীবগুলাের মধ্যে যে কোন দুটি অনুজীবের ভূমিকা, এগুলাে থেকে প্রতিরােধ ও প্রতিকারে সচেতনতা সৃষ্টিতে তােমার করণীয় উল্লেখপূর্বক একটি প্রতিবেদন প্রণয়ন কর।
সমাধানের কাজ চলছে, অপেক্ষা করুন
শিখনফল/ বিষয়বস্তু
১. ভাইরাস, ব্যাকটেরিয়া ও অ্যামিবার বৈশিষ্ট্য বর্ণনা করতে পারব।
২. মানবদেহে স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টিতে ভাইরাস, ব্যাকটেরিয়া ও এন্টামিবার ভুমিকা ব্যাখ্যা করতে পারব।
৩. মানবদেহে ভাইরাস, ব্যাকটেরিয়া ও এন্টামিবার কারণে সৃষ্ট মানবদেহে স্বাস্থ্য ঝুঁকি প্রতিরােধ এবং প্রতিকার ব্যাখ্যা করতে পারব। এসব স্বাস্থ্য ঝুঁকি প্রতিকারে নিজে সচেতন হব এবং অন্যদেরও সচেতন করব।
আরও দেখুন; ৩য় সপ্তাহের ৭ম শ্রেণীর বাংলা অ্যাসাইনমেন্ট উত্তর ২০২২
এ্যাসাইনমেন্ট উত্তর সবার আগে পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন (এখানে ক্লিক করে)
অ্যাসাইনমেন্ট প্রণয়নের নির্দেশনা
অ্যাসাইনমেন্ট তৈরির ক্ষেত্রে নিচের ধাপগুলাে অনুসরণ করতে হবে-
ক. অনুজীব দুটির নাম উদল্লেখ করা ও প্রকৃতি বর্ণনা করতে হবে।
খ. স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টিতে অনুজীব দুটির প্রভাব বর্ণনা করতে হবে।
গ. অনুলীব সৃষ্ট স্বাস্থ্য ঝুঁকি প্রতিরােধে করণীয় বর্ণনা করতে হবে।
ঘ. অনুলীব সৃষ্ট স্বাস্থ্য ঝুঁকি কমাতে সচেতনতা সৃষ্টিতে করণীয় উল্লেখ করতে হবে।
সূত্র; ডিএসএইচই